• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবি রণক্ষেত্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৯:৪৪ পিএম
শাবিপ্রবি রণক্ষেত্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে হল ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি সিন্ডিকেট সভা শেষে রোববার (১৬ জানুয়ারি) রাতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।

উপাচার্য জানান, যার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সেই প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে বেগম সিরাজুন্নেসা হলের দায়িত্ব দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক সব কার্যক্রম চলবে।

হলে পানি, খাবার ও ইন্টারনেটসহ বেশ কিছু সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এরপর দাবি ওঠে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট বডির পদত্যাগের। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাৎক্ষণিক সে দাবি না মানায় আন্দোলন আরও বাড়তে থাকে। শনিবার রাতে বিক্ষোভরত ছাত্রীদের ওপর হামলা চালিয়ে আন্দোলনে ঘি ঢালে ছাত্রলীগ।

রোববার সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়জুড়ে। ছাত্রীদের সঙ্গে এসে যোগ দেন বেশ কিছু ছাত্রও। উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে অবরুদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে পুলিশ এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভিসিকে উদ্ধার করে।

এ ঘটনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।

রোববার রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছিল ক্যাম্পাসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ অবস্থান করছিল বিশ্ববিদ্যালয়ে।

Link copied!